How to Create Payoneer account in Bangla | Payoneer অ্যাকাউন্ট খুলুন বিকাশ থেকে
হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন, আজকে আমি আপনাদের সাথে কোন ইনকাম সাইট শেয়ার করব না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের পরিচিত একটি ওয়ালেট নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বিকাশের মাধ্যমে একটি Payoneer একাউন্ট খুলতে পারেন। আপনারা সবাই জানেন বিকাশ Payoneer এর সাথে একটি নতুন চুক্তি করেছে।

এখন আপনি Payoneer এর মাধ্যমে টাকা বিকাশে নিতে পারবেন সরাসরি। আমরা যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করি তাদের কাছে Payoneer খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ালেট। ফ্রিল্যান্সিং এর টাকা উঠাতে কিংবা কোন প্রোডাক্ট কিনতে Payoneer একাউন্ট লাগে। আগে Payoneer একাউন্ট খুলতে বিভিন্ন ধরনের ঝামেলা পোহাতে হতো। কিন্তু এখন আর কোন ধরনের ঝামেলা পোহাতে হবে না Payoneer একাউন্ট খুলতে। 

আপনারা বিকাশ এর মাধ্যমে সরাসরি পেওনার থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আজকে আমি আপনাদের সাথে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ভেরিফাই করা সম্পূর্ণ প্রসেস দেখাবো।

এছাড়াও আপনি যদি সরাসরি পেওনারে নতুন একাউন্ট খুলেন তাহলে 25 ডলার পাবেন ফ্রিতে। কিন্তু এর জন্য আপনার ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। আপনি যেকোন ধরনের ব্যাংক লিঙ্ক করতে পারেন, যেমন : ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক ইত্যাদি। কিন্তু আপনি যদি বিকাশের মাধ্যমে একাউন্ট খুলেন তাহলে 25 ডলার পাবেন না। আর যদি আপনি সরাসরি লিঙ্ক থেকে একাউন্ট খুলেন তাহলে আপনারা ফ্রীতেই 25 ডলার পেয়ে যাবে। সরাসরি একাউন্ট করার পরেও আপনারা বিকাশ অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন কোন ধরনের সমস্যা হবে না।

তো আমি আপনাদের Recommend করব যদি আপনারা 25 ডলার ফ্রিতে পেতে চান তাহলে লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলুন এবং পরে বিকাশ একাউন্ট লিংক করুন। আর যদি আপনারা 25 ডলার ফ্রিতে পেতে না চান তাহলে সরাসরি বিকাশ  থেকেই একাউন্ট খুলুন। আপনি যদি বিকাশ দিয়ে একাউন্ট খুলেন তাহলেও একাউন্ট খোলা কমপ্লিট হলে আপনার ব্যাংক একাউন্ট এড করতে হবে। তাই আগে আপনারা সরাসরি অ্যাকাউন্ট খুলুন এরপরে বিকাশ লিংক করুন।
আপনারা চাইলে পেওনারের অ্যাপ্লিকেশন নামাতে পারেন। Payoneer অ্যাপস নামাতে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। এরপরে সার্চ করুন Payoneer লিখে। প্রথমে যে অ্যাপ্লিকেশনটি আসবে সেটা ডাউনলোড করে নিতে পারেন। না নিলেও কোন সমস্যা নাই। আপনি ব্রাউজার থেকেই সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন। তো আজকে আমি যেহেতু বলেছি বিকাশের মাধ্যমে কিভাবে পেওনার একাউন্ট খুলবেন তাই আজকে আমি দেখাবো, বিকাশের মাধ্যমে পেওনার একাউন্ট খোলা আপনারা সেম পদ্ধতিতে সরাসরি একাউন্ট খুলতে পারেন। 

Website Link : https://tinyurl.com/payoneer-tubemate

বিকাশের মাধ্যমে কিভাবে পেওনার একাউন্ট খুলতে হয় তার সম্পূর্ণ প্রসেস নিচের এই ভিডিওতে দেখানো হয়েছে।

দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন।

এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন।

এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। খোদা হাফেজ।

Youtube Video :

Previous Post
Next Post

post written by:

0 Comments: