How to add music on Facebook profile 2022 | ফেসবুক প্রোফাইলে প্রিয় গান এড করুন

হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই ? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো ! আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে TubeMate এর নতুন আরো একটি পোস্টে স্বাগতম।

আজ আমি তোমাদের সাথে ফেসবুকে নতুন আরো একটি আপডেট শেয়ার করবো। ফেসবুক এমন একটি সোশ্যাল মাধ্যম যেখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে।

যেমন কয়েকদিন আগে তোমরা ফেসবুকের নতুন আপডেট এর ফলে ফেসবুক স্টোরিতে কমেন্ট অপশন পেয়ে গেছো, এছাড়াও তোমরা এখন থেকে ফেসবুক স্টোরিতে মিউজিক অপশনটি এড করতে পারবে যেটা অন্যান্য দেশ থেকে আগে করা গেলেও বাংলাদেশ থেকে করা যেত না। কিন্তু ফেসবুকের নতুন আপডেটের ফলে সেই অপশনটি এখন বাংলাদেশ থেকেও করতে পারবে। অর্থাৎ তুমি তোমার পছন্দের মিউজিকটি তোমার ফেসবুকে স্টোরিতে শেয়ার করতে পারবে যেটা স্টোরিতে ডিফল্টভাবে দেয়া থাকবে।

তো সেরকমই আরো একটি আপডেট এসেছে ফেসবুক প্রোফাইলে। এখন থেকে তুমি চাইলে তোমার ফেসবুক প্রোফাইলে তোমার Facebook Bio এর নিচে তোমার পছন্দের মিউজিক এড করতে পারবে। যা তোমার বন্ধুদের অবাক করে দিবে।

তো দেরি কিসের ? চলো দেখে নেয়া যাক , কিভাবে ফেসবুক প্রোফাইলে মিউজিক অপশনটি এড করতে হয়।

  • প্রথমে তুমি চলে যাবে গুগল প্লে স্টোরে। এরপরে দেখবে তোমার ফেসবুক এপ্লিকেশনটি আপডেট দেয়া আছে কিনা। যদি আপডেট দেয়া না থাকে তাহলে আপডেট দিয়ে দিবে। আর যদি আপডেট দেয়া থাকে তাহলে তো ভালই।


  • তো ফেসবুক অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া হয়ে গেলে তুমি চলে যাবে তোমার প্রোফাইলে।

  • এরপরে তোমার প্রোফাইলে নিচে দেওয়া স্ক্রিনশট এর মত করে More আইকনে ক্লিক করবে।



  • এরপরে তোমরা Search লেখা আইকন এর উপরে একটা ক্লিক করবে।
  • এরপরে এখানে তোমরা বিভিন্ন ধরনের ক্যাটাগরি দেখতে পারবে। তো এখানে নিচে দেখতে পারবে shortcut অপশনে মিউজিক নামে একটা অপশন আছে। তো তোমরা মিউজিকের উপরে একটা ট্যাপ করে দিবে।

  • এরপরে তোমাকে মিউজিক অপশনে নিয়ে যাবে। তো তোমার প্রোফাইলে মিউজিক এড করার জন্য প্রথমে এখানে তোমাকে মিউজিক অ্যাড করতে হবে।

  • তো এখানে মিউজিক এড করার জন্য প্রথমে তোমরা পরে প্লাস আইকনে ক্লিক করে দিবা।
  • তো এখন তোমাকে মিউজিক অ্যাড করতে হবে। এখানে তুমি তোমার পছন্দের সব ধরনের মিউজিক পেয়ে যাবে। তুমি ইচ্ছে করলে তোমার পছন্দের মিউজিকটি সার্চ করে নিতে পারো। মিউজিকটি এড করার পূর্বে তুমি মিউজিক আগে Play করে শুনে নিতে পারো।

  • তো মিউজিকটি তোমার মিউজিক অপশনে এড করার জন্য এখান থেকে কয়েকটি মিউজিক এড করতে পারো। এর জন্য শুধু তোমাকে তোমার পছন্দের মিউজিক এর উপরে ট্যাপ করে দিতে হবে। তাহলেই তোমার পছন্দের মিউজিক তোমার মিউজিক অপশনে অ্যাড হয়ে যাবে। 

  • তো মিউজিকটি অ্যাড করে তোমরা Back এসে একটা রিফ্রেশ দিয়ে নেবে। এরপরে দেখতে পারবে মিউজিক অপশনে তোমাদের মিউজিক গুলো এড হয়ে গেছে।

  • তো এখন কথা হল তুমি কিভাবে তোমার প্রোফাইলে মিউজিক অ্যাড করবা ? তো এর জন্য তোমাকে তোমার পছন্দ করা মিউজিক সিলেট করতে হবে। মনে রাখবে তুমি কিন্তু তোমার প্রোফাইলে যে কোন একটি মিউজিক অ্যাড করতে পারবে। তো এইজন্য তোমাকে তোমার পছন্দ করা মিউজিকটির More আইকনে ক্লিক করতে হবে।

  • তাহলে দেখতে পারবে তিনটি অপশন আছে। এখান থেকে তোমাকে অবশ্যই Pin to Profile এর উপরে ক্লিক করতে হবে। তো তোমরা ক্লিক করে দেবে। তাহলেই তোমার পছন্দের মিউজিকটি অ্যাড হয়ে যাবে।

  • তো তোমরা Pin to Profile এ ক্লিক করার পরে আবার তোমার প্রোফাইল এ Back এ চলে আসবে। তাহলেই দেখতে পারবে তোমার প্রোফাইলে মিউজিক অপশনটি এসে গেছে।

তো কেমন লাগলো আজকের Trick , আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে দাও। তোমার যদি এই পোস্টটি করতে অসুবিধা হয় তাহলে তুমি আমাদের ইউটিউব অথবা facebook ভিডিওটি দেখে নিতে পারো। ইউটিউব অথবা ফেসবুক ভিডিওর লিংক নিচে দিয়ে দেব।

যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। তো পোস্টটি কষ্ট করে পড়ার জন্য সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।

Facebook Video :

Youtube Video :

 
Previous Post
Next Post

post written by:

0 Comments: