How to Get Canva Pro Free lifetime in 2022 | Canva Pro Free lifetime 2022 | Bangla Tutorial

How to Get Canva Pro Free lifetime in 2022 | Canva Pro Free lifetime 2022 | Bangla Tutorial

হ্যালো বন্ধুরা কেমন আছ সবাই ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজকেও হাজির হলাম নতুন আরও একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে। আজকে এই টিউটোরিয়ালে আমরা Canva Pro Free 2022 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক।

Canva হচ্ছে একটি অনলাইন ওয়েবসাইট ‌। যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারেন। আপনি খুব সহজেই মোবাইল কম্পিউটার এবং ল্যাপটপের সাহায্যে Canva এর মাধ্যমে প্রফেশনাল ভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা যারা অনলাইনে কাজ করে থাকি তাদের বিভিন্ন ধরনের ডিজাইন করতে হয়।

যেমন ধরুন আপনি যদি ইউটিউবার হন তাহলে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের জন্য লোগো, কভার অথবা থাম্বনেইল বানাতে হয়, আবার যদি আপনি একজন ডিজিটাল মার্কেট তাহলেও আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন অথবা পোস্টার ব্যানার বানাতে হয়। আপনি যদি মোবাইল ব্যবহার করেন এবং ভালো ডিজাইন করতে না পারেন তাহলে আপনি Canva দিয়ে খুব সহজেই প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারবেন, এছাড়াও আপনি যদি কম্পিউটার অথবা ল্যাপটপ ব্যবহার করে থাকেন কিন্তু ফটোশপ ও ইলুস্ট্রেটর এর কাজ না পারেন তাহলে আপনি Canva ব্যবহার করে প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারেন।

ধরুন আপনি Canva দিয়ে ডিজাইন করতে চাচ্ছেন, কিন্তু আপনি যখন Canva দিয়ে ডিজাইন করতে যাবেন তখন আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন না। অর্থাৎ এর জন্য আপনাকে প্রিমিয়াম ব্যবহার করতে হবে। এইজন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আপনি সকল ধরনের ডিজাইন ফ্রিতে করতে পারবেন না Canva দিয়ে। কিন্তু আমি আপনাকে Canva Pro Free তে দেব। এর জন্য আপনাকে কোন ধরনের খরচ করতে হবে না। আপনি টাকা খরচ করেন যে Canva Pro কিনতেন সেটা আমি আপনাকে ফ্রিতে দেব।

  • Canva Pro Free তে নেওয়ার জন্য আপনি প্রথমে Canva তে লগইন করবেন। আপনি ইচ্ছে করলে Google অথবা Facebook এর মাধ্যমে লগইন করতে পারেন। আর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে Sign up করে নিতে পারেন।


  • এরপরে আপনারা নিচে দেওয়া লিংকে Click করতে হবে। তারপরে আপনাকে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে।তো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে back এ চলে আসবেন। 

  • তাহলে Canva Pro Free তে ব্যবহার করার জন্য লিংকটি Unlock হয়ে যাবে। এরপরে আপনারা Unlock করা লিংকে ক্লিক করেন Canva Pro Free তে ব্যবহার করতে পারেন।



তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। যদি আপনার Canva Pro Free তে ব্যবহার করতে কোন ধরনের সমস্যা হয় তাহলে কমেন্টে জানাতে পারেন। অথবা আপনি আমাদের ইউটিউব অথবা ফেসবুক ভিডিওটি দেখে আসতে পারেন। সকলকে ধন্যবাদ।
Youtube Video :
 
Facebook Video :
Previous Post
Next Post

post written by:

0 Comments: