How to Remove Background Noise From Audio In Pc Software Bangla 2022 | Audacity Background Noice Removal Tutorial 2022

আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। তো এর আগে আমি দেখেছিলাম যে কিভাবে আপনি মোবাইল থেকে খুব সহজেই অডিও অথবা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নাইস রিমুভ করতে পারেন। তো আগের সেই টিউটোরিয়ালে বলেছিলাম পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে কম্পিউটার অথবা পিসি থেকে অডিও অথবা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন। তো আজ দেখাবো আপনি কিভাবে কম্পিউটার অথবা পিসি থেকে অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে পারেন। প্রচলন বেশি কথা না বলে শুরু করা যাক।


তো আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই কম্পিউটার অথবা পিসি সাহায্যে প্রফেশনালভাবে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে হয়। 

তো অডিও অথবা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড নাইস রিমুভ করার জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।


সফটওয়্যারটি ডাউনলোড লিংক - https://www.audacityteam.org/

এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনি খুব সহজে প্রফেশনাল মান ের কম্পিউটার অথবা পিসির জন্য অডিও এডিটিং করতে পারবেন। আপনি খুব সহজেই এই Audacity সফটওয়্যারটি আপনার কাছে থাকা কম্পিউটার অথবা পিসিতে ব্যবহার করতে পারবেন।

আপনি কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করবেন এবং কিভাবে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবেন তা নিয়ে ইউটিউবে আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে। আপনি ইচ্ছে করলে আমার ভিডিওটি দেখে অডিও থেকে ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করতে পারেন।

আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনার যদি কোন মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।

বিস্তারিত ভিডিও :

 
Previous Post
Next Post

post written by:

0 Comments: