কথা হবে প্রতি মিনিট  ৪০ পয়সা/মিনিট । Alaap ip calling app by BTCL | Full Registration Process। Instant NID verification approval

কথা হবে প্রতি মিনিট ৪০ পয়সা/মিনিট । Alaap ip calling app by BTCL | Full Registration Process। Instant NID verification approval

আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। TubeMate এর আরো একটি নতুন আর্টিকেলে আপনাকে স্বাগতম। ইতিমধ্যেই আপনারা জানেন BTCL অর্থাৎ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড এর একটি আইপি Calling App আলাপ (Alaap) চালু করেছে প্রতিষ্ঠানটি। এপ্লিকেশনটি লঞ্চ করা হয় মার্চ মাসের ২৬ তারিখ। যার মাধ্যমে আপনারা মাত্র ৪০ পয়সা/মিনিট দেশের সকল মোবাইল ফোন ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন। তো আমি এই পোস্টে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা এই আইপি কলিং অ্যাপ এ রেজিস্ট্রেশন করবেন এবং সাথে সাথে NID Verification Approval পাবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক ...

এই আলাপ (Alaap) অ্যাপের কিছু উল্লেখযোগ্য সুবিধাসমূহ নিচে উল্লেখ করা হলো -

  • আমার কাছে সবচেয়ে ভাল যে ফিচারটি মনে হয়েছে সেটি হচ্ছে কল ফরওয়ার্ড সিস্টেম। ধরুন আপনি এখন অফলাইনে আছেন, সেক্ষেত্রে আপনি ইনকামিং কল গুলো চাইলে আপনার GSM নেটওয়ার্কের আওতাভুক্ত মোবাইল নাম্বারে নিতে পারেন । সোজা কথা অফলাইন নাম্বার থেকেই কল রিসিভ করতে পারেন।
  • কল রেকর্ডিং সুবিধা যা সাধারন অন্যান্য আইপি কলিং অ্যাপ গুলোতে নেই। আপনি এখান থেকে অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে খুব সহজেই কল রেকর্ডিং করতে পারবেন।
  • কল করার জন্য একটি আলাপ নাম্বার পাবেন। যে নাম্বারটি দেখতে +8809696###### এরকম। এখানে # দেওয়া নাম্বার গুলো আপনার মোবাইল নাম্বারের সাথে মিল রেখে আপনাকে দেওয়া হবে।
  • এই অ্যাপ্লিকেশনটির আরও একটি সুবিধা হচ্ছে আপনারা মাত্র ৪০ পয়সা/মিনিট দেশের সকল মোবাইল ফোন নাম্বার ও ল্যান্ড ফোন নাম্বারে কথা বলতে পারবেন।

অ্যাপ ডাউনলোড

এপ্লিকেশনটি ডাউনলোড করার সাথে সাথেই আপনি ১৫ মিনিট ফ্রি পাবেন। এপ্লিকেশনটি ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে। আপনারা চাইলে কিভাবে এপ্লিকেশনটি ডাউনলোড করবেন এবং কিভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেস আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ভিডিও লিংক নিচে দেওয়া থাকবে।

Youtube Video

Previous Post
Next Post

post written by:

0 Comments: